ম্যাগী পরোটা

Copy Icon
Twitter Icon
ম্যাগী পরোটা

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 6
  • 1প্যাকেট ম্যাগী


  • 2টেবিল চামচ পিয়াজ কুচি


  • 1টেবিল চামচ ধনেপাতা কুচি


  • 1টেবিল চামচ টমেটো কুচি


  • 1টেবিল চামচ আমূল এর মাখন


  • 1টেবিল চামচ আমূল এর গ্রেট করা চীজ


  • 2টেবিল চামচ ঝর্ণা ঘী


  • 200গ্রাম গনেশ এর ময়দা


  • 1/4চা চামচ ক্যাচ এর কাশ্মীরি লংকার গুঁড়ো


  • 2টেবিল চামচ ফরচুন এর সাদা তেল


  • 1চা চামচ টাটার নুন


  • 2 কাপ জল


  • 1/4চা চামচ এভারেস্ট এর গরম মশলা

Directions

  • ময়দা তে সাদা তেল, নুন আর উষ্ণ 1কাপ গরম জল দিয়ে ভালো করে মেখে একটা মণ্ড বানিয়ে নিতে হবে
  • এর উপর অল্প একটু সাদা তেল ছড়িয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে
  • এবার করাই বসিয়ে তাতে দিতে হবে মাখন
  • গলে গেলে দিতে হবে পিয়াজ আর টমেটো কুচি
  • 2মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে
  • নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মসলার গুঁড়ো দিয়ে ভালো করে 2মিনিট ধরে কষাতে হবে
  • টমেটো সেদ্ধ হয়ে গেলে দিতে হবে 1কাপ জল আর ম্যাগী
  • ম্যাগীর সাথে মশলা গুলো মিশে জল শুখিয়ে এলে চীজ আর ম্যাগী মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে
  • ঠান্ডা করতে দিতে হবে
  • ঠান্ডা হয়ে এলে মন্ড থেকে লেচি কেটে তার মধ্যে ম্যাগী র পুর ভরে পরোটা বেলে নিতে হবে
  • সব কটা পরোটা বেলে নিতে হবে এই ভাবে
  • এবার চাটু তে ঘী দিয়ে 2পিঠ ভালো করে ভেজে সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করতে হবে